শাকিব-বুবলী প্রসঙ্গে অপু বললেন, ১৫ জুনের স্ট্যাটাস পড়েন

HEALTH CARE ADVICE
By -
0


 

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খান ব্যক্তিগত জীবনে চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীকে বিয়ে করেছিলেন। যদিও তিনি উভয়ের সঙ্গে বৈবাহিক সম্পর্কের সমাপ্তি ঘটিয়েছেন, তবুও বিশেষ কিছু মুহূর্তে দুই প্রাক্তন স্ত্রীকেই দেখা যায় তার সঙ্গে।   


এই মুহূর্তে শাকিব যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং সেখানে সময় কাটাচ্ছেন তার ছোট ছেলে শেহজাদ খান বীর ও মা শবনম বুবলীর সঙ্গে। দুজনের একসঙ্গে তোলা ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ-মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা ঘিরে তৈরি হয়েছে নানা আলোচনা ও কৌতূহল।


এই প্রসঙ্গে অনেকেই জানতে চেয়েছেন অপু বিশ্বাসের প্রতিক্রিয়া। যদিও সরাসরি কোনো মন্তব্য পাওয়া যায়নি, তবে রোববার (৩ আগস্ট) সন্ধ্যায় ঢাকার একটি অনুষ্ঠানে অংশ নেন তিনি। 

অনুষ্ঠানে অপুর সঙ্গে ব্যক্তিগত আলাপের প্রসঙ্গে সাংবাদিকরা যুক্তরাষ্ট্রে শাকিব-বুবলীর সময় কাটানো নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন বলেন, 'কী অনুভূতি বলবো! মানুষ মানুষকে না-ও চিনতে পারে। এটা অস্বাভাবিক কিছু নয়। যেমন ধরুন, আপনি আমাকে ভালোবাসতে পারেন কিন্তু সেই মুহূর্তে সিফাতকে নাও ভালোবাসতে পারেন। আবার এমনও হতে পারে, আপনি সিফাতকে ভালোবাসেন, আমাকে নাও ভালোবাসতে পারেন। এটাই সত্যি।' 


শাকিব খান প্রসঙ্গে আরেক প্রশ্নের জবাবে অপু বলেন, 'আমি ১৫ জুন একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলাম। যদি কেউ সেটা না পড়ে থাকেন, তাহলে আজই পড়ে নিতে পারেন। তাহলেই আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। ব্যক্তিগত সম্পর্কের বাইরেও আমাদের পেশাগত সম্পর্ক রয়েছে। আমরা সবাই প্রফেশনাল শিল্পী, যাদের নাম বললেন তারাও প্রফেশনাল শিল্পী। সে দিক থেকে আমি সবার প্রতিই সম্মান রাখি।’ 

https://www.facebook.com/100044595092212/posts/pfbid022VEBoN14yKNdcHJ2jAJvhN8xyakDyuaq9vDuaDV8qDEFkgz6HjupSpA8aUBYtjBtl/?app=fbl

আব্রাহাম খান জয়কে নিয়ে নিজের মাতৃত্ব ভাবনার প্রসঙ্গে অপু বলেন, 'অভিনেত্রী হিসেবে আমি সফলতা পেয়েছি, কিন্তু মা হিসেবে আমার জীবনের সফলতা সেদিনই আসবে যেদিন আমি আমার ছেলেকে মানুষের মতো মানুষ হিসেবে সবার সামনে উপস্থাপন করতে পারবো। দর্শক ও ভক্তদের কাছে আমি কৃতজ্ঞ, তারা যেন সবসময় ভালোবাসা ও দোয়া দিয়ে আমাকে সমর্থন করে যান।’



Post a Comment

0Comments

Post a Comment (0)